
‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত”এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির কার্যালয়ে আলোচনায় সভায় মিলিত হন। উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খাজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ডায়াবেটিকস প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, পলাশবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অসিউজ্জামান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শাহ্ মোঃ ইয়াকুব-উল-আজাদ, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক, উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান ও দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব জুলহাস উদ্দিন দুলু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রদর্শক হাফিজার রহমান।