1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে “সংবাদ সম্মেলন করে অপরাধ ঢাকার চেষ্টা: অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টার মালিক পক্ষের। খাগড়াছড়িতে ধর্ষণ বিরুধী আন্দোলনে হামলার প্রতিবাদে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ পলাশবাড়ীতে ফিলিং স্টেশন ও বেকারীতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় গাইবান্ধা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বাজার স্থিতিশীল রাখতে বিদ্যমান সার নীতিমালা ২০২৯ বহাল রাখার দাবী পলাশবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর জরুরী মাশোয়ারা কোচিং বাণিজ্য ও আইন প্রয়োগ, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ অরক্ষিত! ‎”মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে” ‎লালমনিরহাটে শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন হাঙ্গেরীর কনসাল পোলানেক ‎লালমনিরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার পলাশবাড়ীর পবনাপুর ইউপি কার্যালয়ে তালা, সেবা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ

‘আমি তো বলিনি যে কিম জং আন ‘বেঁটে আর মোটা’

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ২৬ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো উত্তর কোরিয়ার নেতা কিম জং আন সম্পর্কে তির্যক মন্তব্য করেছেন।

ট্রাম্প এক টুইটে বলেছেন, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণারয় যদিও তাকে ‘বুড়ো’ বলেছে কিন্তু তিনি কখনোই কিম জং আনকে ‘বেঁটে এবং মোটা’ বলবেন না। খবর বিবিসির।

ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, এটি ‘এক যুদ্ধবাজের সফর’ এবং তারা আবারও মার্কিন প্রেসিডেন্টকে ‘ডোটার্ড’ বা ‘বুড়ো হাবড়া’ বলে সম্বোধন করে। এর পরই ট্রাম্প আক্রমণাত্মক এক টুইট করেন তবে কথাটা বলেন একটু ঘুরিয়ে।

‘কিম জং আন কেন আমাকে ‘বুড়ো’ বলে অপমান করতে চাইছে? আমি তো কখনো তাকে ‘বেঁটে ও মোটা’ বলবো না। আমি তো বরং তার বন্ধু হতে অনেক চেষ্টা করছি – হয়তো কোনো একদিন তা হতেও পারে।’

ট্রাম্প যখন এ টুইট করছেন, তথন মার্কিন বিমানবাহী জাহাজগুলো পশ্চিম প্রশান্ত মহাসাগরে এক নৌমহড়া চালাচ্ছিল – যা উত্তর কোরিয়াকে শক্তি প্রদর্শনের জন্যই করা হচ্ছে বলে বলা হচ্ছে।

কয়েকটি টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাব করেন দক্ষিণ চীন সাগরের বিভিন্ন এলাকার মালিকানা নিয়ে চীন, ভিয়েতনাম, ফিলিপিন, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেই-এর মধ্যে যে বিবাদ রয়েছে তাতে তিনি মধ্যস্থতা করতে পারেন।

‘আমি খুব ভালো একজন মধ্যস্থতাকারী’ – লেখেন ডোনাল্ড ট্রাম্প।

ভিয়েতনামে এ্যাপেক সম্মেলনে এসে তিনি সেদেশের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াংকে বলেন, ‘আমাকে দিয়ে মধ্যস্থতা বা সালিশে দরকার হলে আমাকে জানাবেন।’

যে অস্ত্র আপনি সংগ্রহ করছেন সেটা আপনাকে নিরাপদ করছে না: কিমকে ট্রাম্প
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে কঠিন ভাষায় সতর্ক করেছেন। দক্ষিণ কোরিয়ার সংসদে বক্তৃতা দেয়ার সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ইঙ্গিত করে তিনি বলেন ‘আমাদেরকে অবমূল্যায়ন করো না, আমাদের ঘাঁটিয়ো না।’

তিনি উত্তর কোরিয়াকে তার ভাষায় ‘ডার্ক ফ্যান্টাসি’র’ নিন্দা করেন।

ট্রাম্প এসময় কিমকে উদ্দেশ্য করে বলেন ‘যে অস্ত্র আপনি সংগ্রহ করছেন সেটা আপনাকে নিরাপদ করছে না।’ অন্যান্য দেশের প্রতি তিনি আহ্বান জানান পিয়ংইয়ং এর বিরুদ্ধে এক হওয়ার জন্য। মার্কিন প্রেসিডেন্ট এখন দক্ষিণ কোরিয়াতে রয়েছেন। তিনি এশিয়ার পাঁচটি দেশ সফর করবেন।

ট্রাম্পের পুরো সফরে পিয়ংইয়ং এর নিউক্লিয়ার অস্ত্রের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে বলে পর্যবেক্ষকরা বলছেন। গত কয়েক বছরে জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আসছে। গত সেপ্টেম্বরে দেশটি ছয় নম্বর এবং সবচেয়ে বড় নিউক্লিয়ার পরীক্ষা চালায়।

কিমের উদ্দেশ্যে ট্রাম্পের অপ্রত্যাশিত মন্তব্য
দক্ষিণ কোরিয়ার সংসদে যখন তিনি বক্তৃতা দিচ্ছিলেন তখন অপ্রত্যাশিত ভাবে উত্তর কোরিয়ার নেতা কিম কে লক্ষ্য করে সরাসরি মন্তব্য করতে থাকেন। মন্তব্য গুলো ব্যক্তিগত বলেই উল্লেখ করছেন পর্যবেক্ষকরা কারণ এই ধরণের আন্তর্জাতিক পরিমণ্ডলে ট্রাম্পের এই মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন।

ট্রাম্প সরাসরি কিমকে লক্ষ্য করে বলেন ‘আপনি নিউক্লিয়ার কর্মসূচী এবং অস্ত্র তৈরি পরিত্যাগ করুন। এসব আপনার শাসনব্যবস্থাকে গভীর বিপদের মধ্যে ফেলে দিচ্ছে’ বলে তিনি সতর্ক করে।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড ঘিরে দুটি দেশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত বাক্যবিনিময় চলছে।পিয়ংইয়ং বলেছে, তারা সম্প্রতি একটি ছোট আকারের হাইড্রোজেন বোমা সফলভাবে পরীক্ষা করেছে এবং সেটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে যুক্ত করা সম্ভব।

প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং ঐ অঞ্চলে তাদের মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ধ্বংস করে দিতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft