
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (আরডিআরআইআইপি) এর ১৫ ইউনিয়নের ১’শ ৫০ জন মহিলা কর্মীর সঞ্চয় হিসেবে জমাকৃত ৫৩ লাখ ৬২ হাজার ৫’শ টাকার চেক বিতরণ করেন এমপি গোলাম মোস্তফা আহম্মেদ। আজ শনিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় চেক বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভার উপজেলা প্রকৌশলী আবুল মুনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ছামিউল আমিন। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামানিক, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাজেদুল ইসলাম, উপ- সহকারী প্রকৌশলী তপন চক্রবর্তী, প্রকল্প কো-অর্ডিনেটর নুরুজ্জামান, পৌর কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব, প্রকল্পের মাঠ কর্মী শাহিন চৌধুরী। পরে প্রধান অতিথি মহিলা কর্মীদের হাতে সঞ্চয়ের চেক তুলে দেন। সংশ্লিষ্ট সুত্রে জানায়, প্রতিটি মহিলা কর্মীকে তাদের সঞ্চয়কৃত ৩৫ হাজার ৭’শ ৫০ টাকার চেক দেয়া হয়।