
ডিজিটাল কনটেন্ট তৈরি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কম্পিউটার ল্যাবে শুরু হয়েছে। ১০ দিন ব্যাপী ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতিষ্ঠানে অধ্যক্ষ প্রকৌশলী মো. জবায়দুর রহমান।
প্রশিক্ষণের সমন্বয়কারী চীফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মো. জাহিদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক সহকারী প্রোগ্রামার মো. তৌফিকুল ইসলাম, প্রশিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, মো. খালেদুল হাসান, সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী প্রমূখ।
প্রশিক্ষণে ২৪ জন শিক্ষক অংশ নিচ্ছেন।