
তিন বছর পর আবারও প্রযোজনায় ফিরছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তরুণ নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় এই ছবির নাম ‘প্রিয়তমা’। নাম ঘোষণার পর থেকেই এই ছবি আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ছবিতে নায়কের ভূমিকায় থাকবেন শাকিব খান। তবে তার নায়িকা অর্থাৎ প্রিয়তমা চরিত্রে কে থাকছেন সেটা এখনো বাছাই করা হয়নি।
এদিকে শাকিবের অগণিত ভক্তের মধ্য থেকে বেশ কয়েকজন অভিনেত্রীর চাহিদা দেখা যাচ্ছে। এরা হলেন বুবলী, মেহজাবিন, অগ্নিলা, মিথিলা, কৌশানী ও তানজিন তিশা। এদের মধ্য থেকে কেউ একজনকে ‘প্রিয়তমা’ হিসেবে ছবিতে দেখতে চায় ভক্তরা।
সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করে দেখা গেছে, ‘প্রিয়তমা’ চরিত্রে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিনের নাম। টিভি নাটকের পর্দায় সময়ের অন্যতম জনপ্রিয় অভনেত্রী তিনি। সুদর্শনা আর স্লিম ফিগারের সুবাদে তাকে শাকিবের বিপরীতেও বেশ মানাবে বলেই মনে করছেন ভক্তরা।
অন্যদিকে বুবলীর নামও শোনা যাচ্ছে সমানতালে। শাকিবের সঙ্গে জুটি বেঁধে এরই মধ্যে চার বার তিনি পর্দায় এসেছেন। আরও একাধিক ছবির কাজ চলছে। অনেকে চাচ্ছেন এই জুটি যেন ‘প্রিয়তমা’ ছবিতেও কাজ করে।
এদিকে বাংলাদেশ ছাড়িয়ে আবার কেউ কেউ চাচ্ছে কলকাতা থেকে নায়িকা নিতে। এর মধ্যে নাম উঠে এসেছে টালিগঞ্জের তরুণ অভিনেত্রী কৌশানী মুখার্জীর। মিষ্টি চেহারা আর গ্ল্যামার দিয়ে তিনি সেখানে বেশ ভালো অবস্থান তৈরি করেছেন। ব্যাটে-বলে মিলে গেলে শাকিবের বিপরীতে হয়ত তাকে দেখা যেতে পারে।
এছাড়াও ছোট পর্দার অভিনেত্রী মিথিলা, অগ্নিলা এবং তানজিন তিশার নামও শোনা যাচ্ছে অনেকের কাছ থেকে। তবে চূড়ান্তভাবে কে শাকিবের প্রিয়তমা হবেন সেটা এখনো বলা যাচ্ছে না। নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, শাকিব খান বর্তমানে দেশের বাইরে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তিনি ফিরলে তবেই নায়িকা বাছাই করা হবে।
‘প্রিয়তমা’ ছবির কাহিনী লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন। যিনি হিমেল আশরাফের প্রথম ছবি ‘সুলতানা বিবিয়ানা’র রচয়িতা।