1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে “সংবাদ সম্মেলন করে অপরাধ ঢাকার চেষ্টা: অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টার মালিক পক্ষের। খাগড়াছড়িতে ধর্ষণ বিরুধী আন্দোলনে হামলার প্রতিবাদে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ পলাশবাড়ীতে ফিলিং স্টেশন ও বেকারীতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় গাইবান্ধা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বাজার স্থিতিশীল রাখতে বিদ্যমান সার নীতিমালা ২০২৯ বহাল রাখার দাবী পলাশবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর জরুরী মাশোয়ারা কোচিং বাণিজ্য ও আইন প্রয়োগ, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ অরক্ষিত! ‎”মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে” ‎লালমনিরহাটে শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন হাঙ্গেরীর কনসাল পোলানেক ‎লালমনিরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার পলাশবাড়ীর পবনাপুর ইউপি কার্যালয়ে তালা, সেবা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে মারণাস্ত্র নিষিদ্ধকরণে নতুন বিল উত্থাপন ডেমোক্রেটদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৩৮ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের সদস্যরা দেশটির জনতার ওপর ভয়াবহ হামলার লাগাম টেনে ধরার লক্ষ্যে মারণাস্ত্র নিষিদ্ধকরণের একটি সংশোধনী বিল বুধবার সিনেটে উত্থাপন করেছে।

তবে বিলটি রিপাবলিকান দলের সদস্যদের কোন সমর্থন পায়নি এবং সিনেট তাদের নিয়ন্ত্রণে থাকায় এই সংশোধনী পাস হওয়ার কোন সম্ভবনা নেই। খবর এএফপি’র।

সিনেটর দিয়ান ফিনস্টিন নতুন করে এ পদক্ষেপ গ্রহণে সার্বিক সহযোগিতা করেন। তিনি ১৯৯৪ সালে মারনাস্ত্র নিষিদ্ধকরণে মূল বিল উত্থাপন করে তা পাস করানোর ব্যাপারে সফলভাবে নেতৃত্ব দেন। নতুন এ সংশোধনীতে মারনাস্ত্র বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

ডেমোক্রেট দলের অপর ২২ জন সদস্যের সাথে নতুন করে এ বিল উত্থাপন করে ফিনস্টিন বলেন, ‘অতীতেও আমাদের রাস্তার বিভিন্ন দোকান থেকে যুদ্ধাস্ত্র তুলে নেয়ার নজির রয়েছে।’

‘আমাদের দেশে এসব মারাত্মক অস্ত্রের ব্যাপক সরবরাহ হ্রাসে এটি একটি দীর্ঘ মেয়াদি পদক্ষেপ হলেও আমরা কোন কোন এলাকা থেকে অস্ত্র প্রত্যাহার করে নেয়া শুরু করতে চাই।’

টেক্সাসের একটি চার্চে এক ব্যক্তির গুলিতে ২৬ জন নিহত হওয়ার কয়েকদিন পর এ পদক্ষেপ নেয়া হলো। এর মাত্র পাঁচ সপ্তাহ আগে লাস ভেগাসে একটি কনসার্টে অপর এক ব্যক্তির বেপরোয়া গুলি বর্ষণে ৫৮ জন নিহত ও ৫ শতাধিক লোক আহত হয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ এ হামলার ঘটনায় অস্ত্র হাতে পাওয়ার সহজ লভ্যতাকে দায়ী করার বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি মনে করেন যারা এ ধরণের হামলা চালায় তাদের মানসিক সমস্যা রয়েছে।

টেক্সাসে গির্জায় বন্দুকধারীর গুলিতে ২৬ জন নিহত
এর আগে টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবট নিশ্চিত করেছেন যে গির্জায় বন্দকধারীর গুলিতে ২৬ জন নিহত হয়েছে। উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিং শহরের ফার্স্ট ব্যাপ্টিস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই উইলসন কাউন্টি কমিশনার আলবার্ঠ গামেয জুনিয়র প্রথমে ২৭ জনের নিহত হওয়ার খবর সিবিএস নিউজকে জানিয়েছিলেন। তারপর ২০ জন নিহত হওয়ার খবর জানায় পুলিশ। খবর বিবিসির।

তবে সর্বশেষ গভর্নর অ্যাবট সংবাদ সম্মেলনে ২৬ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছেন, ওই অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি।

এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ২৫ জন। ঘটনার পরপরই হামলাকারীও নিহত হয়েছে, তবে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে নাকি সে আত্মঘাতী হয়েছে তা নিশ্চিত নয়। স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে সন্দেহভাজন হামলাকারী চার্চে ঢুকে গুলি ছুড়তে শুরু করে ।

সে বছর কুড়ি বয়সের একজন শ্বেতাঙ্গ তরুণএবং তার পরনে কালো রংএর পোশাক ছিল। এমই বর্ণনা দেন টেক্সাসের পাবলিক সেফটি ডিপার্টমেন্টএর মুখপাত্র। হামলাকারী গুলিবর্ষণ শুরু করলে তার হাত থেকে একজন স্থানীয় ব্যক্তি রাইফেল কেড়ে নেয় এবং তার দিকে গুলি ছোড়ে। এরপর বন্দুকধারী একটি গাড়িতে চড়ে পালিয়ে যেতে উদ্যত হয়। পুলিশ তাকে গাড়ির ভেতর মৃত অবস্থায় পায়।

এফবিআইর কর্মকর্তারা বলছেন, এখনো পর্যন্ত হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। ক্যারি মাতুলা নামে একজন প্রত্যক্ষদর্শী এনবিসি নিউজকে বলেন, ‘আমরা সেমি-অটোমেটিক বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছি। আমরা চার্চটি থেকে ৫০ গজ দূরে ছিলাম।’

হামলার ঘটনার পরপরই এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন, এফবিআই এবং আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তিনি জাপান থেকে পরিস্থিতির খবরাখবর রাখছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft