নিউজ ডেস্ক: ২ বাংলাদেশি তরুণ তরুণী সামাজিক উদ্যোক্তা হিসেবে ফোর্বস’এর তালিকায় স্থান করে নিয়েছেন। এরা হলেন মিজানুর রহমান কিরণ ও শওগাত নাজবিন খান। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা ধারাবাহিকভাবে প্রকাশ করে থাকে ফোর্বস। এবার এশিয়ার দেশগুলোতে ৩০ বছরের কম বয়স্ক ও বছরের সেরা সামাজিক উদ্যোক্তা হিসেবে যে তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি তাতে এ দুই বাংলাদেশি তরুণ তরুণী রয়েছেন।
এশিয়া থেকে ৩০ জন উদ্যোক্তাকে নির্বাচিত করেছে ফোর্বস ম্যাগাজিন যারা ব্যবসাকে সামাজিক দায়িত্ব হিসেবে নিয়ে বিশ্বের সমস্যাগুলোর সমাধানের পথ বাৎলে দিচ্ছেন। ২৯ বছরের মিজানুর রহমান কিরণ বাংলাদেশে শারীরিক প্রতিবন্ধী তরুণদের উন্নয়নে ফিজিক্যালি-চ্যালেঞ্জস ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) প্রতিষ্ঠা করেছেন। ২০১৫ সালে ডেইলি স্টার তাকে তার কাজের স্বীকৃতি হিসেবে ‘ইয়াং এ্যাসিভার’ উপাধি দেয়।
কিরণ পত্রিকাটিকে বলেন, আগামী ১০ বছরের মধ্যে তিনি তার প্রতিষ্ঠানটিকে এশিয়ার তরুণদের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান। তার প্রতিষ্ঠান শারীরিক প্রতিবন্ধী তরুণদের আইনী সহায়তা ও অধিকার সচেতনতায় সাহায্য করে থাকে।
শওগাত নাজবিন খান এইচ এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে গ্রামের গরিব ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে থাকেন। সামান্য খরচের মাধ্যমে ছেলে মেয়েরা তার প্রতিষ্ঠানে বিনামূল্যে বই, পোশাক ও যাতায়াত সুবিধা পেয়ে থাকে। অন্তত ৬’শ ছেলে মেয়েকে পড়াশুনার সুযোগ করে দেয়ার পর শওগাত নাজবিন খান গত বছর কমনওয়েলথ ইয়থ এ্যাওয়ার্ড পান। তিনি কম খরচে সৌর সেচ ব্যবস্থা চালুর জন্যে একই বছর গ্রিন ট্যালেন্ট এ্যাওয়ার্ডে ভূষিত হন। ডেইলি স্টার