
বাল্যবিয়ে, যৌতুক, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, টেককসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে আজ সোমবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে ও পবনাপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পনবাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মতলুবর রহমান নান্নু, ইউপি আওয়ামীলীগ সভাপতি সিদ্দিকুর রহমান রবি, ইমাম, মজিবুর রহমান,
একাদশ শ্রেণীর ছাত্রী খাদিজা আকতার ও দশম শ্রেণীর ছাত্রী রোকসানা মিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বাল্যবিয়ে, যৌতুক, মাদক ও সন্ত্রাসের কুফল এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, নারী ও শিশু উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রজয়, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সরকারের কার্যক্রম ও সাফল্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোছা. সাবিহা আক্তার লাকী।
এর আগে জেলা প্রশাসক মনোহরপুর ইউপি’র কাজীর বাজার ভূমি অফিস, ফকিরহাট উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষা কেন্দ্র, ফকিরহাট শহীদ খায়রুল আলম বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের বালাবামুনিয়া গ্রাম উন্নয়ন সমিতি, পবনাপুর ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার, ফকিরহাট ও সমিতির হাট বাজারে সৌর বিদ্যুৎ (স্ট্রীঠ লাইট) ও সমিতির হাট হতে ইউনিয়ন পরিষদ অফিস পর্যন্ত এইচবিবি রাস্তা নির্মান পরিদর্শন করেন। শেষে পলাশবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা প্রকৌশলী আহসান হাবীব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম উপস্থিত ছিলেন।