
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়ন জামায়াত সেক্রেটারী বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে পুলিশ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ফতেখাঁ গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
তিনি ওই গ্রামের সাবলুর রহমান মুনসির ছেলে। তার বিরুদ্ধে পুলিশ হত্যাসহ ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন।