ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিয়ান মার্ক আয়রল্ট শুক্রবার বলেছেন, সিরিয়ায় গত সপ্তাহের রাসায়নিক হামলার ব্যাপারে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের করা মন্তব্য নির্জলা মিথ্যা।
বৃহস্পতিবার রাতে এএফপিকে দেয়া আসাদের বিশেষ সাক্ষাৎকারের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বেইজিং সফররত আয়রল্ট বলেন, ‘রাসায়নিক হামলার ব্যাপারে দেয়া আসাদের বক্তব্য শতভাগ মিথ্যা ও অপপ্রচার মাত্র। এটি তার শতভাগ ঘৃণ্য উক্তি।’সূত্র- বাসস