
বহুল আলোচিত ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউ শুনানি নিয়ে আলোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পৌছান বলে জানা গেছে।
এর আগে নানা নাটকীয় ঘটনার পর ২০ অক্টোবর সরকারের পক্ষ থেকে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) করার সিদ্ধান্ত নেয়া হয়।
ওইদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে শুক্রবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।
জানা গেছে, অ্যাটর্নি জেনারেল ছাড়াও ওই কমিটিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং কয়েকজন আইন বিশেষজ্ঞকে রাখা হয়েছে। এরই মধ্যে তারা ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের কোন কোন অংশে প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেগুলোর দিকে লক্ষ্য রেখে রিভিউয়ের কাজ শুরু করে দিয়েছেন।
এর আগে গত ১১ অক্টোবর রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পায়। ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায়টি গত ১ আগস্ট প্রকাশিত হয়।
এর আগে গত ৩ জুলাই ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায়টি দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এর ফলে সংসদ সদস্যদের হাত থেকে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফিরে যায়। তবে পূর্ণাঙ্গ রায়ের বেশ কিছু অংশ নিয়ে সরকারপক্ষ থেকে বিভিন্ন আপত্তি তোলা হয়। সেই পরিপ্রেক্ষিতে রায়টি রিভিউ করার সিদ্ধান্ত নেয় সরকার।
রায় প্রকাশের পর থেকে প্রধান বিচারপতিকে ঘিরে শুরু হয় নানা বিতর্ক। এই বিতর্কের মধ্যে এক মাসেরও বেশি সময়ের জন্য ছুটি নিয়ে দেশ ছাড়েন প্রধান বিচারপতি। দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে ১১টি অভিযোগ আনা হয়েছে সুপ্রিমকোর্টের পক্ষ থেকে। এখন সরকার পক্ষের লোকজন বলছেন, প্রধান বিচারপতির কাজে ফেরা সুদূরপরাহত বিষয়।
প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর সরকারের শাসন ও বিচারবিভাগের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ লাভ করে। পরে প্রধান বিচারপতি এক মাসেরও বেশি সময়ের ছুটি নিয়ে বিদেশ যেতে বাধ্য হন। এ নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে সরকার রায়টি রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে।