
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শিমুলতাইড় গ্রামের মৃত মধু মিয়ার পুত্র বীরমুক্তিযোদ্ধা বজলুর রহমান (৬৮) অসুস্থ্যতা জনিত কারণে গতকাল শুক্রবার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না……..রাজিউন)। তিনি উপজেলা প্রকৌশল কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
তিনি মৃত্যুকালে তিন কন্যা ও দুই পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।