
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সরকার বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শে অনুপ্রানিত হয়ে সোনার বাংলা গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে,ঘাতক চক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক শাসনের পাশাপাশি নতুন প্রজম্মের চেতনা থেকে মুক্তিযুদ্ধে আদর্শ মুছে ফেলা।
তারা সফল হতে পারেনি। আজ শুক্রবার কলঙ্কিত শোকাবহ জেলহত্যা দিবসে আওয়ামী লীগের কার্যালয়ে বিকেল ৩টায় এক আলোচনা সভায় আতাউর রহমান সরকার উক্ত কথাগুলো বলেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আলহাজ মোহাম্মাদ হোসেন ফকু।
আরও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, তৌহিদুর রহমান শাহীন, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, ফিরোজ খানম নুন, তাহেদুর ইসলাম রকেট, আনোয়ার হোসেন ঠন্ডু, হামিদুল ইসলাম, জালাল উদ্দীন রুমি, শেখ সুমন, ফরহাদ আলী প্রমুখ।
এর আগে কর্মসূচীর অংশ হিসেবে সকালে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শোক মিছিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।