
‘‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যের আলোকে আজ বুধবার সাঘাটা উপজেলায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস-১৭ইং। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য যুব র্যালী বের করা হয়। র্যালীটি সাঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পরিতোষ শর্মা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, প্রেসক্লাব উপদেষ্টা আজহারুল ইসলাম, সিএস সত্যরঞ্জন সাহা, সিএস রেজাউল করিম, প্রশিক্ষিত যুবক মোয়াজ্জেম হোসেন, এনজিও প্রতিনিধি মোস্তাফিজার রহমান প্রমুখ। সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।