
দিনাজপুরে ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাজা সহ ২ যুবকে আটক করেন। গত ৩০ অক্টোবর ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব গোপন সূত্রে সংবাদ পেয়ে ফুলবাড়ী থানার এসআই আক্কেল আলী, এস.আই আকতার, এসআই আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপি’র ফরিদাবাদ কাশাপুকুর গ্রামে অভিযান চালিয়ে দেড় কেজি গাজা সহ মোঃ হোসেন আলী পুত্র মোঃ সাকোয়াত (২৮)কে আটক করেন।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েল করেন। যা মামলা নং-৪৩, তারিখ-৩০/১০/২০১৭ইং।
অপরদিকে একই দিনে বারাই নামক স্থানে গাড়িতে তল্লাশী চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ মোঃ সুজন (২৫) কে আটক করেন। আটককৃত ব্যক্তি হলেন হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামে কাফাজ উদ্দিনের পুত্র মোঃ সুজন (২৮)।
এ ব্যাপারে তার বিরুদ্ধে চোরাচালান আইনে থানার এসআই মোঃ আকতার বাদী হয়ে একটি মামলা দায়েল করেন। যা মামলা নং-৪৪, তারিখ-৩০/১০/২০১৭ইং। আটককৃত মাদক ও ফেন্সিডিল এর মূল্যে ৫০,০০০/- টাকা। এ ব্যাপারে ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব এর সাথে কথা বলে তিনি বলেন দুই জনকে আটক করা হয়েছে।
যথাযথ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক ব্যবসা বন্ধ করতে আমার এই অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপস নাই।