
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক দুঘর্টনায় নয়ন মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সকাল পোনে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ নামক স্থানে বগুড়া থেকে ছেড়ে আসা নিলফামারীগামী যাত্রীবাহি বাস বগুড়া-ব-নং-১৫১৬ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে উল্টে যায়।
এ সময় ওই কিশোর মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল। যাত্রীবাহি বাসটির ধাক্কায় সে ঘটনা স্থলেই নিহত হয়। নিহত নয়ন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঝড়িয়া মাঝপাড়া গ্রামের আফজাল হোসেনের পুত্র বলে জানা গেছে।