
বিনোদন ডেস্ক: হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর থেকে গোটা বিশ্ব তোলপাড়। বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে ফাঁস করছেন অন্তরালের অনেক কথা। এবার একটি বিস্ফোরক তথ্য জানালেন কলকাতার অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা জানালেন তাকে অডিশনের জন্য ডেকে প্রস্তাব দেওয়া হয়েছিলো যৌন সম্পর্কের। একবার এক ছবির জন্য তাকে মেইল পাঠিয়ে আসতে বলা হয়। কিন্তু পরে একজন কো-অর্ডিনেটর বলেন, তিনি এই ছবির জন্য উপযুক্ত নন। তাকে অন্য কম বাজেটের ছবিতে সুযোগ করে দেওয়া হবে।
তখন চিত্রাঙ্গদা জানতে চান, যে প্রজেক্টের জন্য ডাকা হয়েছে সেই ছবিতে কেন তিনি কাজ করতে পারবেন না? তার সিভি পছন্দ হওয়াতেই তো ডাকা হয়েছে। তখন সেই কো অর্ডিনেটর তাকে জানান, আসলে বড় বাজেটের ছবি যারা করেন, সেই ক্লায়েন্টরা আরও অন্য কিছু চান। অভিনেত্রীদের কখনও তাদের সঙ্গে রাত্রি যাপন করতে হয়।
অন্য আরেকটি ঘটনার কথা জানিয়ে চিত্রাঙ্গদা বলেন, একই সঙ্গে বিভিন্ন ভাষায় একটি ছবি হওয়ার কথা ছিল। অডিশনের জন্য আমাকে ডাকা হয়। কিন্তু সেখানে গিয়ে দেখি গেল অডিশন ছিল স্রেফ চোখে ধুলো দেওয়ার জন্য। পরে আমি চলে আসি। কিন্তু চলে আসার পর আমাকে ফোন করে জানায় আমি নাকি সিলেক্ট হয়েছি। ছবি সম্পর্কে সব তথ্য জানিয়ে আমাকে জিজ্ঞেস করা হয়, আমি প্রযোজকের সঙ্গে রাত্রি যাপন করতে রাজি কিনা। তখন আমি রেগে ফোন কেটে দিয়েছিলাম।