
বিনোদন ডেস্ক: বিশ্বজুড়েই ধর্ষণ ও যৌন হয়রানি এখন অন্যতম আলোচিত বিষয়। বিশেষ করে শোবিজ ভুবনে এই প্রসঙ্গটির বেশি চর্চা হচ্ছে। অধিকাংশ নারী তারকা তাদের ক্যারিয়ার মজবুত করতে শিকার হয়েছেন যৌন হেনস্থার। সম্প্রতি হলিউডের খ্যাতিমান প্রযোজক হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় মুখ খুলছেন অনেক অভিনেত্রী।
যৌন নিগ্রহের ইস্যুতে এবার কথা বললেন হলিউডের জনপ্রিয় তারকা কেট ব্ল্যানচেট। তিনি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্টাইল আইকন পুরস্কার গ্রহণ করতে গিয়ে তিনি বলেন, মেয়েরা চান যে তাদের সেক্সি দেখতে লাগুক। তার মানে এটা নয় যে আমরা তোমাদের সঙ্গে শুতে চাই।