
রাশিয়ার সেন্ট পিটার্স বাগে আইপিইউ-২০১৭ এর ১৩৭তম এ্যাসেম্বলিতে ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের দলনেতা ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি কর্তৃক প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুতে ১০২৭ ভোট পেয়ে গ্রহীত হওয়ায় সাঘাটা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গতকাল ২৪ অক্টোবর বিকেলে ডেপুটি স্পিকারকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বোনারপাড়া রেলওয়ে চত্ত্বরে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।
সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, আ.লীগ নেতা এনামুল হক বাবলু, হাবিজার রহমান, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, জহুরুল ইসলাম ড্রাইভার, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা নির্নয় অর্জুন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় আ.লীগ ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে সংবর্ধিত করা হয়।