
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শহীদ মঞ্জুরুল ইসলাম লিটন স্মরণে গোল্ডকাপ ফুটবল উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার শেষ বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রী কলেজ হলরুমে টুর্নামেন্টের আহ্ববায়ক আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা সভাপতি এ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব তৌহিদা বুলবুল, আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আ’লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রনজিৎ বকসি সূর্য, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী খেলা বগুড়া গাবতলী দল ও বামনডাঙ্গা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয় । উদ্বোধনী ম্যাচে বামনডাঙ্গা দল ট্রাইবেকারে ১-০ গোলে জয়ী হয়।