
সেপ্টেম্বর ২০১৭ মাসের ক্রাইম কনফারেন্সে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন গাইবান্ধার ডিবি পুলিশের এসআই বিকাশ চক্রবর্ত্তী। এ উপলক্ষে রংপুর রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শ্রেষ্ঠ অফিসার হিসেবে বিকাশ চক্রবর্ত্তীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম এবং গাইবান্ধা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমানসহ রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপাররা।
উলে¬খ্য, গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমানের দিক নির্দেশনায় ডিবি পুলিশ পরপর তিনবার এ সাফল্য অর্জন করে। শুধু সেপ্টেম্বর মাসেই গাইবান্ধা ডিবি পুলিশ কর্তৃক ৩৪ লাখ টাকার বেশি মাদকদ্রব্য উদ্ধার করে।