আন্তর্জাতিক ডেস্ক: সেনেগালের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি শহরে মুসলিমদের আধ্যাত্মিক অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৮৭ জন। দেশটির দমকলকর্মীরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে আফ্রিকান স্পটলাইট।বৃহস্পতিবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরই এই ঘটনার জন্য এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।প্রেসিডেন্ট ম্যাকি স্যাল এই ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কিভাবে এই আগুন লাগল সেই বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তবে জোরালো বাতাসের জন্য এই আগুন ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগেনি।
সেনেগাল, গিনি এবং পশ্চিম আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মুসলিম ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।