
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনি রোডব্লক করতেই নির্বাচন কমিশনের কাছে এখতিয়ার বহির্ভূত এবং সংবিধান পরিপন্থী ২০ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি।
তিনি আরো বলেন, নির্বাচন বানচাল করাই তাদের উদ্দেশ্য। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তিনি মন্ত্রী বলেন গুরুত্বপূর্ণ পদে বসে সিইসির ইতিহাস ও রাজনীতি চর্চা করা উচিত নয়।
তিনি বলেন বিএনপির অনেকগুলো অযৌক্তিক-অস্বাভাবিক প্রস্তাবের পাহাড়। বেশির ভাগ প্রস্তাব আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) পরিপন্থী ও নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে।’ সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে বিএনপির প্রস্তাব অযৌক্তিক প্রস্তাব
স্বশস্ত্র বাহিনীকে নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবির বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনশ জন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন একহাজার দুইশ জন। এতো লোক থাকার পরও স্বশস্ত্র বাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে? এ দাবি আরপিও পরিপস্থী। বিএনপি ঘোলাজলে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে এই প্রস্তাব দিয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘বহু কষ্টে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। সেনাবাহিনীর ওপর বিএনপি এতো দরদ দেখাচ্ছে কিন্তু তারাই সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। স্বাধীনতার পক্ষের কোনও দল আজ পর্যন্ত সেনাবাহিনীর সমালোচনা করেনি। সেনাবাহিনী নিরপেক্ষতা ভঙ্গ করেছে এরকম কথা আমরা বলিনি। সশস্ত্র বাহিনী নির্বাচনের পক্ষ নিয়েছে আমরা বলিনি। বিএনপি ও খালেদা জিয়া ২০০৮ সালে সেনাবাহিনীকে বিতর্কের জায়গায় নিয়ে গেছে। এখন নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রস্তাবটা তাদের বিতর্কের দিকে ঠেলে দেওয়া।’
প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ আছে কিনা- জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, ‘সংবিধান ও আদালতের ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিরা অনেক ক্ষমতা রাখেন। তাদের এখতিয়ার, ক্ষমতা এবং স্বাধীনতার ভিত্তিতেই প্রধান বিচারপতি স্ব-ইচ্ছায় ছুটিতে গেছেন। আবার স্ব-ইচ্ছায় দেশে ফিরবেন এবং দায়িত্ব পালন করবেন। সুতরাং এখানে সরকারের কোনও হস্তক্ষেপ নেই। এখানে সরকারের কিছু করারও নেই। সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলেই সর্বোচ্চ আদালত এবং অন্যান্য আদালতগুলো পরিচালিত হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা বলছেন প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হচ্ছে। আসলে দেশের বড় শত্রু বিএনপি নেতারাই। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।’