
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একই মঞ্চে এমপি’র তিনটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত টানা তিনটি প্রোগ্রামের মধ্যে ছিল, ইদুর দমন অভিযান, বিশ্ব খাদ্য দিবস ও কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ। এসব অনুষ্ঠানের এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার। অন্যন্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকারিয়া খন্দকার, অধ্যাপক আ. জলিল সরকার, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহারিয়ার খান বিপ্লব, থানার অফিসার ইনচার্জ (ওসি) কোরবান আলী, কৃষি অফিসার আবু সাঈদ মো. ফজলে এলাহী, প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক ও সাধারণ সম্পাদক শাহজাহান শোহেল প্রমুখ। এ অনুষ্ঠানগুলো শেষে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি ডা. ইউনুস আলী সরকার এপি।