গত কাল সন্ধায় ডিমলা উপজেলায় ২নং বালাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুপাহাড়া গ্রামের শ্রী বিভুতী রায় এর তৃতীয় কন্যা বকুল রানী রায় (১৫), ডিমলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী বাবা,মার সাথে অভিমান করে সবার অজান্তে বিষ পান করে । তাৎক্ষনিক তার মা বিষয়টি জানতে পারলে ডিমলা সদর হাসপাতালে তাকে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার এক ঘন্টা পর কর্মরত ডাক্তার মো. রাশেদুজ্জামান রাশেদ তাকে মৃত্য ঘোষনা করেন।
এলাকাবাসী সুত্রে জানায়,৩ দিন যাবত বাবা মার সাথে ঝগড়া করে না খেয়ে থাকে মেয়েটি। হঠাৎ সন্ধায় সবার অগোচরে বিষ পান করে।
এ বিষয়ে ডিমলা থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে ,মামলা নং- ২৪১৭, তাং-১৫ অক্টোবর, এস আই শাহ সুলতান,এস আই রাশেদুজ্জামান রাশেদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মৃত ব্যক্তির প্রাথমিক সুরত হাল করেন। মেয়েটির পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় বিষয়টি পুলিশ প্রশাসন ও ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম ভূইয়া, ইউ পি সদস্য মো. ইদ্রিস আলী মৃত্য দেহের সৎকার করার অনুমতি দেয়।
এ নিয়ে এলাকাবাসীর সবার মনে নানান জল্পনা কল্পনা চলছে।