বিনোদন ডেস্ক: এক মধ্যবিত্ত ভালোবাসার ঘরে তানিম আর নিঝুমের বসবাস। এই তরুণ দম্পতিদু’জনেই চাকুরি করে। লোকাল বাসের যাত্রা পথে কেউ সিটে বসে, কেউ দাঁড়িয়ে ঝুলে ম্যাসেজ চালাচালি করে অফিসে পৌঁছে যায়। প্রতিদিনের মতই এক সাধারণ সকাল। তানিম আর নিঝুম অফিসে যায়।
তবে আজ একটি ফোন নিঝুমের সবকিছু ওলোট পালোট করে দিতে যাচ্ছে! কিডন্যাপ! যে ঘটনা তানিম আর নিঝুমের ভালোবাসার সম্পর্কে নিয়ে আসে এক নতুন সংকট। সে সংকট কি কাটিয়ে উঠতে পারবে তানিম আর নিঝুম? ভালোবাসা , সংঘাত আর ফেরা না ফেরার এক রোমাঞ্চকর গল্প নিয়ে নাটক ‘আর কি-ই বা দিতে পারি…’।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিশাম খান সেতু। আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মম এবং সাইদ বাবু। নাটকটি প্রচারিত হবে পহেলা বৈশাখ, শুক্রবার রাত ৭:৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে ।
নাটক প্রসঙ্গে নির্মাতা হিশাম খান সেতু বলেন, তরুণ নির্মাতাদের জন্য নাটকের জায়গাটা অনেক কঠিন। তারপরো প্রথম নাটক হিসেবে কলাকুশলী থেকে শুরু করে সবার ভালো একটা সাড়া পেয়েছি। নাটকটি প্রচারের পর দর্শকদের থেকেও ভালো সাড়া পাওয়ার প্রত্যাশা করছি।