
গাইবান্ধা সরকারি কলেজের ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার উদ্যোগে আজ রবিবার একটি মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
পরে বিজ্ঞান ভবনের সামনে সংগঠনের কলেজ শাখার সভাপতি মাহবুব আলম মিলনের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংগঠনের সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, কলেজ শাখার সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক বন্ধন কুমার প্রমুখ।
বক্তারা অবিলম্বে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদান, লাইব্রেরী সেমিনারে নতুন সরকারের বই ক্রয়, পর্যাপ্ত ক্লাশ রুম নির্মাণ ও স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণসহ উন্নয়ন ফি নামে আদায়কৃত টাকার যথাযথ ব্যবহারের দাবি জানান।