
গাইবান্ধায় সাঘাটা উপজেলায় ন্যাশনাল সার্ভিসে অনিয়মের অভিযোগ আজ রবিবার দুপুরে চত্তরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বাদ পাড়া পরীক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা ভাইস-চেয়ারম্যান মমিতুল হক নয়ন, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ওয়াছের আলী, কচুয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ভরতখালি ইউপি চেয়ারম্যান শামসুল আজাদ শিতল প্রমুখ।
৫ম ধাপে ন্যাশনাল সার্ভিসে পরিক্ষায় সাঘাটা উপজেলায় অংশগ্রহণ করেন ৩ হাজার ২’শ ৩৮জন এদের মধ্যে পরীক্ষায় পাশ করেন পরে ১৮৫৬ জন। কাগজ পত্র সঠিক থাকার পরেও অনেক পরীক্ষার্থী বাদ পরে। সঠিক পন্থায় কাগজ পত্র দাখিল করেও বাদ পরা এই পরীক্ষার্থীরা ন্যাশনাল সার্ভিস পরীক্ষার ফলাফলে নিয়োগে অনিয়ম করায় মানববন্ধন করেন তারা।