
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০-২১ বছর বয়সের একটি মেয়ে পাওয়া গেছে।
জানা গেছে, গত ৫/৬ মাস আগে সুন্দরগঞ্জ বাজারে আকর্ষিক ভাবে মেয়েটির আবির্ভাব ঘটে। তাকে বঙ্গবন্ধু মুর্যাল চত্ত্বরে ঘোরা-ফেরা করতে দেখে অবসরপ্রাপ্ত ব্যাংকার মোত্তালেব মিয়াসহ স্থানীয় ব্যবসায়ীরা তার দেখাশুনা করছেন।
মেয়েটির গায়ের রং শ্যামলা, চুল ছোট, পরনে খারি কাপড়, হালকা পাতলা গড়ন। সে কথা ও নিজ ঠিকানা বলতে পারে না। তবে বাংলা,ইংরেজী ও আরবি অগোছালো ভাবে লিখতে পারে।
মেয়েটির সন্ধ্যান পেতে যোগাযোগের ঠিকানা মোত্তালেব মিয়া, মোবাইল নং- ০১৭১৪৫৬৬৬৭৬।