
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদল ও ছাত্রদলের ১৮ নেতাকর্মী মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে ৩টি মামলায় জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
সন্ত্রাস দমন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত ৩টি মামলায় ওই ১৮ জন নেতাকর্মী মঙ্গলবার জামিন নিতে জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানার আদালতে হাজির হয়ে আবেদন করেন। বিচারক শুনানী শেষে ওই আবেদন খারিজ করে দিয়ে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আসামিরা সবাই পলাতক ছিল।
আসামিদের মধ্যে অন্যতম দু’জন হচ্ছে পলাশবাড়ি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুকুল ও বর্তমান উপজেলা ছাত্রদল আহবায়ক আব্দুল মোত্তালেব বকুল।