
উপজেলায় পল্লী বিদ্যুতের মিটার নিতে গ্রাহকদের মোটা অংকের উৎকোচ প্রদানে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সরকার ২০১৮ সালের মধ্যে সবার ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষ্যে বদ্ধ পরিকর হওয়ায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি শঠিবাড়ি-১ লাইন সম্প্রসারণ কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়াসহ সংযোগ প্রদান অব্যাহত রেখেছে। এদিকে রামজীবন ইউনিয়নের পল্লী এলাকা দক্ষিণ বেকাটারী গ্রাম পল্লী বিদ্যুতের আওতায় নেয়ার লক্ষ্যে লাইন সম্প্রসারণ করা হয়।
ইতিমধ্যে লাইন সম্প্রসারণে কাজ সম্পন্ন হলে ৫’শ ২০ গ্রাহকের বাড়িতে মিটার সংযোগের প্রক্রিয়া চলতে থাকে। এতে করে এক শ্রেণির দালাল চক্র পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে মিটার প্রতি ৪/৫ হাজার টাকা উৎকোচের দাবী করে তা গ্রাহকদের প্রদানে বাধ্য করছেন।
এছাড়া পল্লী বিদ্যুতের নিয়মনীতির তোয়াক্কা না করে মোটা অংকের উৎকোচের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় নামে-বেনামে মিটার সংযোগ দেয়া হচ্ছে। গ্রাহক রুহুল আমিন, হাফিজার রহমান, সোহরাব হোসেন ও মোজাহার আলীসহ অনেজে জানান, দালাল চক্র প্রতি বাড়ি বাড়ি গিয়ে মিটার সংযোগের নামে উক্ত অংকের উৎকোচ দাবী করে আদায় করছেন। যারা দিতে অপারগতা প্রকাশ করছেন তাদের মিটার সংযোগ দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হচ্ছে।
এ ব্যাপারে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির সুন্দরগঞ্জ অঞ্চলের ডিজিএম সোলায়মান হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, মিটার সংযোগের নামে গ্রাহকদের উৎকোচ না দেয়ার জন্য ইতোমধ্যে এলাকায় মাইক দিয়ে প্রচারণা চালানো হয়েছে। এর পরেও কেউ যদি উৎকোচ দাবী করে তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।