
গাইবান্ধার পলাশবাড়ীতে কোচ ও ট্যাক্টরের সংঘর্ষে ৩জন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে উপজেলা সদরের গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে গাইবান্ধা হতে ঢাকামুখী এসআর পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-২৩৭৯) সাথে একটি ট্যাক্টর মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ দুর্ঘটনায় ট্রাক্টরের চালাক ও তার সহযোগিসহ ৩জন গুরুতর আহত হয়েছে। বাসের যাত্রীর কোন ক্ষয়ক্ষতি হয়নি।
আহতরা হলেন, উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক (৩০),একই গ্রামের চেংটু মিয়ার ছেলে আজিজুল (৩২), আব্দুল হান্নানের ছেলে হাসানুর (২৮) আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এদের মধ্যে আশংঙ্কাজনক অবস্থায় ফারুক ও আজিজুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ আহতদের উদ্ধার করে বাস ও ট্যাক্টরটি থানায় নিয়ে আসে।