
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আশরাফুল আলম (২৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যায় লালচামার বাজারস্থ নিজ দোকান ঘর তুলতে গিয়ে বিদ্যুতের তার স্পর্শ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আশরাফুল লাল চামার গ্রামের আলম মিয়ার ছেলে বলে জানা গেছে। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।