
৪ দিনের সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজ জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
রোবাবর (০৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি। এরপর তিনি অটোরিকশায় করে নতুন ডাকবাংলোয় যান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির জেষ্ঠ্য ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি-২ জয়নুল আবেদীন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস, মুক্তিযোদ্ধা আবদুল হক, কলেজের অধ্যক্ষ আবদুল হক প্রমুখ।
এরপর বিকেল সাড়ে ৩টায় জেলা পরিষদের আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি। বিকেল ৪টায় তিনি মিঠামইন বাজার পরিদর্শন শেষে ট্রলারে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। সেখান থেকে সন্ধ্যায় স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ পরিদর্শন শেষে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি।
মিঠামইনে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাষ্ট্রপতি
সোমবার (০৯ অক্টোবর) দুপুরে রাষ্ট্রপতি মিঠামইন থেকে বাজিতপুরে যাবেন। সেখানে তিনি নব-নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও চারটি সেতু উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় বাজিতপুর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান শেষে বিকেলে কিশোরগঞ্জে যাবেন। সেখানে সন্ধ্যা ৭টায় সার্কিট হাউসে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী সংগঠনে সঙ্গে মতবিনিময় করবেন। পরে জেলা শহরের খড়মপট্টিতে নিজ বাসায় রাত্রিযাপন করবেন।সূত্র- বাসস