
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ ১২ হাজার টাকার ৫২০ বোতল ফেন্সিডিল আটক করেন। গত ৭ই অক্টোবর দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বিওপির বিজিব টহল দল সীমান্তের বেগম পুর এলাকায় রাত আড়াইটার সময় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫২০ বোতল ফেন্সিডিল জব্দ করেন। আটক কৃত ৫২০ বোতল ফেন্সিডিলের মূল্য ৩ লাখ ১২ হাজার টাকা।এ ব্যাপারে ফুলবাড়ি ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম এর সাথে কথা বললে তিনি আটকের কথা জানান।