
অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া জোড়া শিশু তোফা-তহুরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাই তাদের ঢাকায় নেওয়া হচ্ছে। তোফার চেয়ে তহুরার শারীরিক অবস্থা খারাপ বলে জানা গেছে। তোফা-তহুরার মা শাহিদা বেগম জানান, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল মেয়ে দুটি। এখন জ্বর নেই। তোফা ভালো থাকলেও তহুরা কিছু খাচ্ছে না। এছাড়া সে ঘনঘন প্রসাব করছে।
বাবা সাজু মিয়া বলেন, স্থানীয় চিকিৎসকের কাছে দুজনকে দেখানো হয়েছে। ডাক্তার তহুরাকে পরীক্ষা করতে বলেছেন। তোফা-তহুরার শারীরিক অবস্থা নিয়ে ঢাকায় চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। চিকিৎসকরা আমাদের ঢাকায় নিয়ে যেতে বলেছেন।