
‘সাধ্যের মধ্যে সবার জন্য চাই নিরাপদ বাসস্থান’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে গাইবান্ধায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই কর্মসূচির আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ব্র্যাক প্রতিনিধি অমল কুমার দামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর লাকী সুলতানা ও সেলিনা আকতার রত্না।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম, সাংবাদিক কে এম রেজাউল হক, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, দীপক কুমার পাল, সরকার মো. শহীদুজ্জামান, উজ্জ্বল চক্রবর্তী, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর আরসাদ আনিছুর রহমান প্রমুখ।