বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি রমানাথ সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর আঞ্চলিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. বাবলু মিয়া।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রংপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আলী হাকিম, জেলা সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাইমুল হাসান নান্নু, সহ-সভাপতি আলহাজ্ব মোতাকাবের হোসেন, সিরাজুল ইসলাম, তাজমিনুর রহমান কল্লোল, যুগ্ম সম্পাদক মো. আওলাদ হোসেন রিটু, কোষাধ্যক্ষ আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ, বিএপি’র সাবেক সভাপতি জিল্লুর রহমান রাজু প্রমুখ। সভা শেষে জেলা ও উপজেলার ১৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। এছাড়া জেলা কার্যালয়ের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।