
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে সংর্ঘষে ৪ জন আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল সোমবার রাতে এজাহার নামিও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, পূব শক্রতার জের ধরে সোমবার রাতে উপজেলার বেলকা স্কুল সংলগ্ন এলাকায় শানিÍরাম গ্রামের রঞ্জু ঘোষের ছেলে রিপন চন্দ্র এবং বেলকা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে শিপন মিয়ার সাথে বেলকা গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে মকবুল হোসেন,মমিনুল ইসলাম,মাইদুল ইসলামের সংর্ঘষ বাধে। এতে ছুরিকাঘাতে উভয় পক্ষের ৪ জন আহত হয়।
আহতরা হচ্ছেন- রিপন, শিপন, মাইদূল ও মকবূল। স্থানীয়রা আহতদের উদ্ধ্র করে সুšদরগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়। রিপনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে রমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এনিয়ে রিপনের ভাই অনিক চন্দ্র বাদি হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা করেছে।
এঘটনায় পুলিশ এজাহার নামিও আসামি রাজা মিয়াকে গ্রেফতার করেছে। রাজা বেলকা গ্রামের শুকুর আলীর ছেলে। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা আব্যহত রয়েছে।