
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতিবাচক রাজনীতি করতে করতে এখন এতিম হয়ে গেছে। রোহিঙ্গা ইস্যুতে সরকারের কূটনৈতিক সফলতা দেখে তারা আবোল-তাবোল বকছে।
মঙ্গলবার সকালে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নগদ অর্থ সহায়তা গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্রমুখ।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের তৎপরতায় আন্তর্জাতিক চাপে পড়ে মিয়ানমারের সুর এখন নরম হয়েছে। তারা রোহিঙ্গাদের ফেরত নিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ, সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সরকারের কূটনৈতিক তৎপরতার কারণেই মিয়ানমানের ওপর বৈশ্বিক চাপ সৃষ্টি হয়েছে। এজন্য সু চি সরকারের মন্ত্রী বাংলাদেশে এসে যৌথ ওয়ার্কিং গ্রুপ করে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের কারণে যাতে উখিয়া-টেকনাফের স্থানীয়দের কোনো সমস্যা না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা এনজিওতে চাকরির ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।