
পাবনার বেড়া উপজেলায় বাবাকে প্রকাশ্যে হত্যা করে মেয়ের গলায় ছুরি ধরে তুলে নিয়ে গেছে এক যুবক। স্থানীয়রা জানিয়েছে ওই মেয়ের সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক ছিল এবং সম্পর্কে তারা নিকট আত্মীয়।
মঙ্গলবার সকালে উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেন শেখ (৪৩) রিকশাচালক। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মোয়াজ্জেন শেখের বড় মেয়েকে তারই আত্মীয় এবং একই বাড়িতে অবস্থানকারী আছান শেখের পুত্র সবুজ হোসেন বিভিন্ন সময় প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তিন দিন আগে সবুজ প্রকাশ্যে মোয়াজ্জেন শেখকে এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেন।
এ ঘটনার এক পর্যায় মঙ্গলবার সকালে সবুজ ওই মেয়েকে হাত ধরে নিয়ে যেতে চাইলে বাবা মোয়াজ্জেন বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সবুজ ঘর থেকে হাঁসুয়া এনে বুকে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় হাসনা বেগম (৩৬) নামের এক আত্মীয় তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনার পর সবুজ ওই মেয়েকে গলায় ছুরি ধরে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত হাসনা বেগমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক সবুজকে ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে। একই সাথে তুলে নিয়ে যাওয়া মোয়াজ্জেম শেখের মেয়েকেও উদ্ধারে পুলিশ কাজ করছে।