মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী, টিভি উপস্থাপিকা এবং উদ্যোক্তা নূর নিলোফা মোহাম্মদ নূরকে ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে বিখ্যাত ফরাসি প্রসাধনী ও সুগন্ধি ব্র্যান্ড ‘ল্যানকম’।
সম্প্রতি তাকে এই নিয়োগ দেয়া হয়। তিনি হচ্ছেন ল্যানকমের প্রথম হিজাবি ব্রান্ড অ্যাম্বাসেডর।
চলতি সপ্তাহে নূর নিলোফা তার ইন্সট্রাগ্রামে সংবাদটি জানান। এতে তিনি বিশ্ব বিখ্যাত এই কোম্পানির দূত হতে পরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।
ইন্সট্রাগ্রামে তিনি লিখেন, ‘যখন ‘ল্যানকম’ আমাকে তাদের প্রথম দূত হওয়ার প্রস্তাব দেয়, তখন আমি তাদের না বলতে পারিনি। কারণ ‘ল্যানকম’ বিশ্বজুড়ে নারীদের জন্য আশ্চর্যজনক দৃষ্টিভঙ্গির সঙ্গে উচ্চমানের পণ্যের প্রতিনিধিত্ব করে।’
‘আমি সর্বদা ল্যানকমের একজন ফ্যান এবং বছরের পর বছর ধরে ব্র্যান্ডটিকে ভালোবাসার মাধ্যমে বড় হয়েছি। কারণ এর মূল্যবোধ, ভিশন এবং দর্শন আমার সঙ্গে সংযুক্ত।’
‘এই সুযোগ পাওয়ার জন্য আমি সত্যিই আনন্দিত এবং কৃতজ্ঞ। আমি আশা করি এটি আমাকে আরেকটি প্ল্যাটফর্ম এনে দেবে; যা একজন নারীকে বোঝায়!’
২০১৫ সালে নিলোফা নারীদের সুগন্ধি ‘লাইন লা নুইট ট্রেসর’ এর ল্যান্ডকমের মুখপাত্র ছিলেন।
ল্যান্ডকম ছাড়াও ২৮ বছর বয়সী এই অভিনেত্রী অস্ট্রিয়ান জুয়েলারি ব্র্যান্ড ‘সোয়ারোসকি’র একজন দূত হিসেবে কাজ করছেন।
সূত্র: দ্য নিউ স্ট্রেইট টাইমস