
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে প্রথম টেস্টে ৩৩৩ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯০ রান সংগ্রহ করে টাইগাররা।
আশা ছিল জিততে না পারলেও সারাদিন খেলার। মুশফিকরা খেলতে পারল না এক সেশনও। পঞ্চম দিন সকালে এক ঘণ্টা ২০ মিনিটেই শেষ বাংলাদেশের ইনিংস।
একটি চার ও ছক্কায় একটু লড়াই করছিলেন মিরাজ। কিন্তু আরেক প্রান্তে শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে ইনিংস শেষ করে দিলেন মহারাজ।
৯০ রানেই অলআউট বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার জয় ৩৩৩ রানে। এ যেন এক লজ্জার হার টাইগারদের।
এই পরাজয়ে লজ্জিত মুশফিকুর রহিমও। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক হিসিবে ক্ষমা চাইলেন জাতির কাছে।
মুশফিকুর রহিম বলেন, অধিনায়ক হিসেবে আমি খুবই হতাশ, ভীষণ খারাপ লাগছে। অন্তত লড়াই তো করতে পারতাম। ক্ষমা চাইছি জাতির কাছে। আমাদের পরের টেস্টে ভালো করা দরকার। আশা করি, পরের টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে পারব আমরা।’