1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রশাসনের অসৌজন্যমূলক আচরণ অভিযোগে বিএনপি-জামায়াত-এনসিপি-গণঅধিকার পরিষদের অনুষ্ঠান বর্জন পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন গাইবান্ধায় মহান বিজয় দিবসে বিজয়স্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা বিজয় দিবস উপলে গাইবান্ধায় ছাত্রশিবিরের সাইকেল র‌্যালী গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক তারাগঞ্জ থানা দ্বি বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত পলাশবাড়ীতে বীজ সংরক্ষণাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন গাইবান্ধায় আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ সাঘাটা-ফুলছড়ি আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবী লটারির তালিকা পরিবর্তনের অভিযোগ তারাগঞ্জে ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়ম

লাস ভেগাসে হামলার নিন্দা মার্কিন সিনেটরদের

  • আপডেট হয়েছে : সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কাউন্ট্রি মিউজিক কনসার্টে ‘ভয়াবহ’ হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। রবিবার রাতের ওই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে এবং ২০০ জনেরও বেশি আহত হন।

পুলিশ বলছে, হামলায় ৬৪ বছর বয়সী স্টিভেন প্যাডোক নামের নিহত এক ব্যক্তিকে তারা শনাক্ত করতে পেরেছেন। যার রুমমেট মারিলো ড্যানলি। যাকে হামলার সঙ্গে জড়িত বলে পুলিশ এখন সন্দেহ করছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এক টুইটে বলেন, ‘লাস ভেগাস হামলায় নিহতদের ও তাদের পরিবার এবং প্রিয়জনের জন্য প্রার্থনা করছি এবং আমাদের সহমর্মিতা প্রকাশ করছি। আপনাদের প্রতি আমেরিকান জনগণের ভালবাসা ও প্রার্থনা রয়েছে।’

নেভাদা রিপাবলিকান সিনেটর ডিন হেলার তার টুইটে বলেন, ‘এই হত্যাকাণ্ড ছিল সহিংসতার ভয়ানক ও ভয়ঙ্কর আচরণ।’

তিনি বলেন, ‘হামলায় নিহত ও ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি।’

সিনেটর ক্যাথেরিন কোরেজ মস্তো তার টুইটে হামলার নিন্দা জানিয়ে আহতদের জন্য রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই ভয়ঙ্কর হামলায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি। সহায়তার জন্য প্রথম এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, হামলাকার সঙ্গে ড্যানলির যোগসুত্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে সে হতাহতদের মধ্যে নেই। তবে গুলিবর্ষণের পরই স্টিভেন প্যাডোক পুলিশের গুলিতে নিহত হয়।

এদিকে, ওই হামলায় দুই পুলিশ সদস্যও নিহত হয় বলে কর্তৃপক্ষ জানায়। তারা দু’জনই দায়িত্বপালন শেষে কনসার্টে যোগ দিয়েছিলেন। আরো এক পুলিশ সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন।

ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ক্লার্ক কাউন্টি শেরিফ জোসেফ ল্যামবার্ডো প্রথমদিকে নিহত হামলাকারীর নাম প্রকাশ না করলেও জানিয়েছিলেন সে স্থানীয় বাসিন্দা। এটাও জানিয়েছিলেন, হামলাকারী একাই ছিলেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের জনপ্রিয় মান্দালাবে রিসোর্ট ও ক্যাসিনোতে আয়োজিত কনসার্টে  গুলিবর্ষণের পর অনেক মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পরপরই পুলিশের সোয়াট বাহিনী ঘটনাস্থলে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে হামলাকারীকে খুঁজতে থাকে।

প্রচণ্ড গুলির শব্দে কনসার্ট বন্ধ হয়ে যায়। জীবন বাঁচাতে লোকজন ছোটাছুটি শুরু করে দেয়। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে বলেছে, একজন হামলাকারী ছিল যে নিহত হয়েছে। তবে এই হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। কনসার্টে ৪০ হাজারের বেশি লোক উপস্থিত ছিল বলে জানিয়েছে পত্রিকাটি।

সূত্র: ফক্স নিউজ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft