
এ কী করলেন তামিম-মুমিনুল? স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দেয়া ৪২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোর বোর্ডে কোনো রান জমা না করেই ফিরে গেলেন দুইজন। যাতে দ্বিতীয় ইনিংসের শুরুতেই বেশ হতাশায় পড়ে গোটা টিম তথা টাইগার সমর্থকরা।
যেখানে দলের এমন হাল, তখন দেখে শুনে আগানোর সিদ্ধান্ত নেন ইমরুল-মুশফিক। দু’জন মিলে প্রোটিয়া বোলারদের সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে থাকেন। কিন্তু ৪৯ রানের জুটি গড়ার পর খেই হারিয়ে ফেলেন ইমরুল কায়েস। স্পিনার কেশব মাহারাজের বলটি অফ স্ট্যাম্পের কিছুটা বাইরে পড়ে বেরিয়ে যাওয়ার মুখে খোঁচা দেয়ার চেষ্টা করেন ইমরুল কায়েস। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে কুইন্টন ডি ককের হাতে। ৪২ বলে ৩২ রান করে আউট হন ইমরুল কায়েস।
এরপরই অবশ্য বৃষ্টি নামে পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে। দিনে দ্বিতীয়বারের মত বৃষ্টির বাগড়ায় বন্ধ হলো খেলা।
এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ১৫.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯। ১৬ রান নিয়ে উইকেটে রয়েছেন মুশফিকুর রহীম।
প্রসঙ্গত, তামিম ও মুমিনুলকে আউট করা প্রোটিয়া পেসার মরনে মরকেল ইনজুরিতে পড়েছেন। তিনি আর এই টেস্টে বল করতে পারবেন না।