জাতিসংঘ ঘোষিত এবাবের প্রতিপাদ্য বিষয় ‘আগামীর পথে, প্রবীণের সাথে’প্রবীণদের কল্যাণে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) প্রায় দুই যুগ ধরে প্রবীণদের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। রিকের এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সমন্বিত উদ্যোগ।রিক একদিকে তৃণমূল প্রবীণদের ক্ষমতায়নে সহায়তা করছেন, অন্যদিকে স্থানীয় ও জাতীয় পর্যায় সরকারের প্রতিষ্ঠান গুলোকে প্রবীণদের বিষয়ে অবহিত ও সচেতন করার চেষ্টা করছেন। এভাবে সরকারী সেবা সহায়তাকে প্রবীণবান্ধব করতে রিক অবিরাম কাজ করে চলেছে।
প্রবীণদের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করতে গিয়ে রিক তার অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছে যে, দুস্থ ও দরিদ্র প্রবীণদের সুনির্দিষ্ট চাহিদা পূরণের জন্য আর্থিক এবং বস্তুগত সহায়তা প্রদান করা প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে রিক প্রবীণদের কল্যাণের জন্য সংগঠনের অভ্যন্তর থেকে একটি নিজস্ব ‘প্রবীণ কল্যাণ তহবিল’ নামে কর্মসূচী বাস্তবায়ন করে আসছে যার মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র এবং দুস্থ প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখা।
প্রবীণ দিবস হচ্ছে, সম্মানিত জেষ্ঠ্য নাগরিক সমস্যা ও অধিকার নিয়ে আলোচনার একটি দিন। এই দিনের তাৎপর্য তুলে ধরার মধ্য দিয়ে বাংলাদেশের প্রবীণদের অধিকার বিষয়সমূহ যাতে নিশ্চিত হয়, প্রবীণরা যেন তাদের সামর্থ্য অনুযায়ী মর্যাদাপূর্ণ, কর্মময় এবং আনন্দময় জীবনযাপন করতে পারেন এই বিষয় সমূহ নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন হয়ে পড়েছে।
বিরামপুরে র্যালি, আলোচনা সভা ও প্রবীণ সমাবেশের মাধ্যমে রবিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন পালন করা হয়েছে।
প্রবীণ কল্যাণে নিয়োজিত এনজিও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সকালে প্রবীণ ও সুধিদের নিয়ে শহরে বর্নাঢ্য র্যালি করেছে।
দুপুরে রিক অফিসে উপজেলার প্রবীণদের নিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা এনজিও ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, রিকের এরিয়া ম্যানেজার কামরুল হাসান, বিরামপুর শাখা ম্যানেজার গোলাপ মিয়া, ফুলবাড়ি শাখা ম্যানেজার নওশা মিয়া, রানীগঞ্জ শাখা ম্যানেজার মঞ্জুরুল হক, সাংবাদিক মাহমুদুল হক মানিক ও মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।