
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, কৃত্রিমভাবে চালের সঙ্কট তৈরি করা হয়েছে। এর আগে এভাবে কখনো চালের দাম বৃদ্ধি পায়নি। দুই একদিনের মধ্যেই চালের দাম কমে যাবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে চালকল মালিকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী এ সময় বলেন, বৈঠকে চালের দাম, আমদানি সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে। খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) জেলা পর্যায়ে ছিল। এখন সারা দেশে উপজেলা পর্যায়ে চালু করা হবে।