
বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত ৪টি পিস্তুল, ৮টি মাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ ২ জন ভারতীয় অস্ত্র চোরাকারবারি আটক করা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামে বিজিবি ও র্যাব কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে বাগিচাপাড়া গ্রাম হতে মোসাঃ আলিফ নূর (৫২) ও মোঃ আব্দুল কাদের (৫৭), গ্রাম- খড়িমনা, পোষ্ট-শ্বশানী, থানা- কালিয়াচক, জেলা-মালদা, ভারত নামে ০২ জন (স্বামী-স্ত্রী) ভারতীয় অস্ত্র চোরাকারবারীকে ০৪টি বিদেশী পিস্তল (ইউএসএ), ০৮টি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃত ভারতীয় অস্ত্র চোরাকারবারীদেরকে অস্ত্র-গোলাবারুদসহ র্যাব কর্তৃক শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।