
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায় এই ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ক্লাসরুমটি উদ্ধোধনের ফলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা, সভা-সেমিনার পরিচালনা করা অত্যন্ত সহজ হবে। উক্ত রুমের আধুনিকায়নের জন্য আর্থিক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হেকেপ প্রকল্প।
পরে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক)-এর এক সেমিনার অনুষ্ঠিত হয়।
ব্যান্সডক মহাপরিচালক জেসমীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নেটওয়ার্কিং সাব-প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. তাজুল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কসের পরিচালক এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবু কালাম মো: ফরিদ উল ইসলাম, ক্যাফেটেরিয়ার পরিচালক ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. পরিমল চন্দ্র বর্মণ (রিষিণ পরিমল)।সূত্র- বাসস