
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ভেলাই গ্রামে তফাজ্জুল চৌধুরীর কলেজ পড়–য়া কন্যার লাশ রবিবার উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, পীরগঞ্জ সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী মুক্তা চৌধুরী শনিবার বাড়ি থেকে নিখোঁজ হয়। স্থানীয় লোক জন ধান ক্ষেতে গরুর খাদ্য সংগ্রহ করতে গেলে মুক্তার লাশ দেখতে পায় এবং থানা পুলিশ কে খবর দেয়।
থানা অফিসার ইনচার্জ সালাউদ্দীন (তদন্ত) তফাজ্জুলের বাড়ির পশ্চিমে ধান ক্ষেত থেকে মুক্তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করেন। পুলিশের ধারণা মুক্তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে।
এ সময় ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ রিপোট লেখা পর্যন্ত মামলার পক্রিয়া চলছিল।